আজকের অগ্রবাণী ডেস্ক: | ১৪ মার্চ ২০১৭ | ৮:১৪ পূর্বাহ্ণ
মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৬ কর্মকর্তা। নিহত চারজন হলেন- সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)।
মঙ্গলবার ভোর আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত চারজন সোনাপুর গ্রামে জোড়া খুন মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।