
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | প্রিন্ট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতের পররাষ্ট্র সচিব। তারা নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশ সফরের আগে নরেন্দ্র মোদিকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, বৈঠকে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়েছে।
সচিব বলেন, ‘দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar