
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | প্রিন্ট
মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয়। মুজিব বর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো উচিত।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মিত্র। তাই তাদের কাছে বাংলাদেশ সারা জীবনই কৃতজ্ঞ থাকবে। মুজিববর্ষে মোদির বাংলাদেশ সফরে দু’দেশের সেতুবন্ধন আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, আগামী ১৭ মার্চ ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানে নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা রয়েছে।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar