অগ্রবাণী ডেস্ক | ১১ জুন ২০১৭ | ১০:৫৬ অপরাহ্ণ
৬৭ বছরের ভদ্র মহিলা। হাঁটছেন নিউ জার্সির রাস্তায়। মহিলা স্মার্টফোনে আসক্ত। খুব জরুরি প্রয়োজনেই হয়তো টেক্সট করতে করতে রাস্তায় হাঁটছিলেন। তার চলার পথে সামনে একটা বড় গর্ত এবং সেখানে কাজ চলছে তা খেয়ালই করলেন না। উল্টে পড়ে গেলেন গর্তে। রীতিমতো অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করলো তাকে।
আঘাত পেয়েছেন বোঝা যায়। আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ওই গর্তটা আরো গভীর হলে হয়তো জীবনটাই চলে যেত।
একটু সর্তক হলেই এড়িয়ে যেতে পারতেন এমন দুর্ঘটনা। এভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো না।
ভিডিও: