
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ | প্রিন্ট
প্রথম ঘন্টায় শ্রীলঙ্কান ব্যাটাররা দ্রুত রান তুলছে। তবে লঙ্কানদের রানের গতি থামিয়ে দেয় তাইজুল। জোড়া উইকেট শিকার করে সাজঘরে পাঠিয়েছেন মেন্ডিস ও ম্যাথুসকে। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেছে কুশাল মেন্ডিস। তবে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি তাইজুল। বোল্ড করে ৪৮ রানে বিদায় করেছেন মেন্ডিসকে। এরপর আগের ইনিংসে ১৯৯ রান করা ম্যাথুসকে ফেরালেন শূন্য রানে।
৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১১৩ রান। ৪১ রানে ব্যাট করছেন করুনারত্নে, নতুন ব্যাটসম্যান ধনঞ্জয়া।
এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর মাত্র ৩৯ রানে লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তুলে টাইগাররা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar