অগ্রবাণী ডেস্ক | ৩০ মে ২০১৭ | ৪:৩২ অপরাহ্ণ
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা এখন মক্কায়। ফ্রান্সের এ মুসলিম খেলোয়াড় ওমরাহ করতে গেছেন। প্রিমিয়ার লীগের মৌসুম শেষে খেলোয়াড়দের ছুটি চলছে এখন। এই ফাঁকে বেশ কয়েকজন খেলোয়াড় ছুটি কাটাতে গেছেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।
মধ্যপ্রাচ্যের মুসলিমরা উৎসবের সঙ্গে রোজা পালন করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ঘুরতে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় আদনান ইয়ানুজাই, লুক শ ও স্টোক সিটির স্প্যানিশ খেলোয়াড় বোজান পেরেজ। বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানুজাই একজন মুসলিম। কিন্তু বাকি দু’জন অন্য ধর্মের। কিন্তু তারা তিনজন একসঙ্গে রমজানের উৎসবে যোগ দিয়েছেন। দুবাইয়ে মুসলিম বন্ধুদের সঙ্গে তারা একসঙ্গে সেহরি খেয়েছেন। তারা সবাই পরেছেন আরবের ঐতিহ্যবাহী জুব্বা। জুব্বা পরে সবাই একসঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করেছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন আদনান ইয়ানুজাই। যিনি ২০১৬-১৭ মৌসুমে ম্যানইউ থেকে ধারে (লোন) খেলেছেন ইংল্যান্ডের আরেক ক্লাব সান্ডারল্যান্ডে।