অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর ২০১৭ | ১:২৬ অপরাহ্ণ
আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশের সাইকেল চালানোর রাস্তায় ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যার ঘটনায় ঘটেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আমি শোক ও প্রার্থনা জানাচ্ছি। স্রষ্টা ও আমেরিকা আপনাদের পাশে আছে।’ খবর দ্য গার্ডিয়ান।
ওই টুইটের দশ মিনিট আগে পোস্ট করা আরেকটি টুইটে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং অন্যান্য স্থানে আইএসকে পরাজিত করে আসার পর এখন কোনোভাবেই আমাদের দেশে তাদের ঢুকতে দেওয়া উচিত হবে না। যথেষ্ট হয়েছে।’
এদিকে এ ঘটনায় ভেঙে না পড়ার জন্য নিউ ইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র বিল দে ব্লাসিও। হামলার ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নিরপরাধ নাগরিকদের ওপর হামলার এ ঘটনাকে কাপুরুষোচিত অভিহিত করে মেয়র বলেন, আমাদের মনোবল ভেঙে দেয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে। কিন্তু নিউ ইয়র্কবাসী অনেক শক্ত চিত্তের অধিকারী। সহজে আমাদের ভয় দেখানো যাবে না।’
হামলার পরপরই হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডারর্সের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত আছেন। ভিকটিমদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের সঙ্গেই আছি।’