
| শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আইনি প্রক্রিয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের।
‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে গ্রেফতার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এদিকে মৃত্যু নিয়ে স্বজনরা গণ্যমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও তার সহকর্মীরা করেছেন নানা অভিযোগ।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সাফি মোহায়মেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে আঘাত কিংবা কোনো সিমটম পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর চূড়ান্ত কারণ বলা যাবে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar