
| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
আমি ভীষণ বোকা ভাই
তাই’তো আবার মানুষ হতে চাই
যন্ত্রের শহরে মিছেমিছি মানুষ খুজে বেড়াই।
এই শহরে সকলেই জন্মায় মানবাকারে
কালের বিবর্তনে প্রকাশিত হয় যন্ত্রাকারে
যার মাঝে থাকে না প্রেম থাকে না আবেগ
শুধুই বেড়ে চলে স্বার্থবাদিতার দুরন্ত গতিবেগ।
যেন কোথাও কোন মানুষ নেই
কোথাও কোনো আত্মসুখ নেই
কোথাও কোনো জীবন নেই
বেচেঁ থাকার কেবল একটাই কারণ
অলীক সুখের তরে ভুলতে বসেছি মরন।
মানুষ হলে থাকতো, দুঃখ-সুখ
মেকী আত্মম্ভরিতায়, মানুষেরে কি করিতাম বিমূখ?
মানুষ হলে মানুষ পেতাম,
মানুষ হলে, মানুষেরে ভালোবাসিতাম-
মানুষ হলে আত্মশুদ্ধি চাইতাম।
মানুষ হলে কান্না থাকতো,
মানুষের প্রতি সহানুভূতি থাকতো,
বুকের ভেতর মন থাকতো,
চোখের কোণে জল থাকতো,
চারিধারে মানুষ থাকতো,
প্রকৃতির ন্যায় সত্য থাকতো
যন্ত্রের এসব কিছুই থাকতে নেই।
সেদিন দূরে নাই
যেদিন প্রকৃতি কইবে;
এবার আমায় মুক্তি দাও
এবার আমি মুক্তি চাই।
আমি ভীষণ বোকা ভাই
তাই’তো আবার মানুষ হতে চাই
যন্ত্রের শহরে মিছেমিছি মানুষ খুজে বেড়াই।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar