নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর ২০১৭ | ৫:০৫ অপরাহ্ণ
আজ ২৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপ ‘হৃদয়ের যত কথা লিখব আমরা’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী যমুনা ফিউচার পার্কে উদযাপন করা হয়েছে। গ্রুপের সদস্যদের নিয়ে আয়োজিত এ সভায় গ্রুপের সার্বিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কাজের পরিকল্পনা করেন গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা। এবারের আড্ডায় অংশগ্রহণ করেন ৬০ জন সদস্য।
গ্রুপের এডমিন প্যনেলের সদস্য আরিফুল ইসলাম অভি বলেন, ছোট পরিসরে করা এই আয়োজনগুলো মূলত আমাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং আমাদের সুসম্পর্ক সম্প্রীতি যাতে শুধুমাত্র প্রযুক্তির দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও যাতে সুসম্পর্ক সম্প্রীতি অটুট থাকে সে লক্ষ্যে করা হয়। এছাড়া এই আড্ডা গ্রুপের বন্ধুদের একত্রিত করার জন্য করা হয়েছে।
উলেখ্য, প্রায় ১০ হাজার সদস্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এ গ্রুপ।