
ডেস্ক | রবিবার, ১৫ মার্চ ২০২০ | প্রিন্ট
যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ একজনকে আটক করেছে। শনিবার (১৪ মার্চ) বিকালে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ বনানী রোড এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে৷
অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) তহিদুল ইসলাম ও ডিবির ওসি মারুফ আহম্মদ বলেন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে বেজপাড়া সাদেক দারোগার মোড় থেকে আসামিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের বেজপাড়া বনানী রোডর আসামির নিজের বাড়ির পাকা দেয়াল টিনের ছাউনিযুক্ত গরুর খামারের বিচালী গাদার মধ্যে থেকে আসামির দেখানো ও বের করে দেওয়া একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গান, একটি গুলি, চারটি হাত বোমা, এক বোতল বিদেশি মদ, ১০০ ইয়াবা জব্দ করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় আসামির নামে পৃথক ৩টি মামলা হয়েছে৷
Posted ৯:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar