
| মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
যশোরে আওয়ামী লীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২১ ডিসেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার বিকেলে শহরের আরবপুর এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিলেন আমিনুর রহমান নামে আওয়ামী লীগের এক কর্মী। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ৩ সন্ত্রাসী তাকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।
এদিকে নিহত আমিনুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar