অনলাইন ডেস্ক | ১৮ জুন ২০১৮ | ১১:১৪ পূর্বাহ্ণ
যানজটে যেকোন শহরকে কয়েক গোল দিতে পারে মস্কো। প্রবল যানজটে ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে যাওয়ার নজির আছে মস্কোয়। তার ওপর বিশ্বকাপের জেরে অবস্থা আরও সঙ্গীন।
এমনিতেই ট্রাফিক জামে নাজেহাল হন শহরবাসী। গোদের উপর বিষফোঁড়ার মত এখন আবার বিশ্বকাপ। সারা বিশ্বের মানুষ ভিড় জমিয়েছেন রাশিয়ায়। তার মধ্যে মস্কোতে ভিড় একটু বেশিই।
যানজটের কথা মাথায় রেখেই মস্কোবাসীকে খেলা চলাকালীন রাস্তায় গাড়ি নিয়ে না বেরোনোর আবেদন করেছে প্রশাসন। সরকারি যানবাহন ব্যবহার করে স্টেডিয়ামে যাওয়ার আবেদন মস্কো পরিবহণ বিভাগের।