
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
বিএনপি-জামায়াত দেশে রাজনীতির নামে অপরাজনীতির খেলায় মেতেছে। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বানচালের অপচেষ্টায় লিপ্ত থাকে। তারা কখনও জনগণের ভোটে নির্বাচিত হয়নি। যারা পিছনের দরজা দিয়ে ক্ষতায় আসতে চায়, তারা কখনও জনগণের ভালো চাইতে পারে না। তাদের এসব অপচেষ্টা রুখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচন আওয়ামী লীগের মেয়র প্রার্থী একরামুল হকের নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
নৌকার প্রার্থী একরামুল হককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে সাধারণ ভোটারের উদ্দেশে এসএম কামাল হোসেন আরও বলেন, সবখানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। তাই উন্নয়নের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে নৌকা মার্কায় ভোট বিপ্লব ঘটিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মনে রাখবেন নৌকা মনেই উন্নয়ন। নৌকা মানেই শান্তির অগ্রদূত। নৌকা মানেই শান্তির আবাসস্থল। তাই শান্তির রাজ্যে যারা আগুন নিয়ে খেলতে চায় তাদের বয়কট করুন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি রায়হানুল হক, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
Posted ১০:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar