
| মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | প্রিন্ট
ভয়াবহ করোনাভাইরাস আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রেও। এটি ঠেকাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন। আর এ অবস্থার মধ্যে দেশটিতে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের দলে হামলাকারীও রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের একটি পেট্রল স্টেশনে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে হামলাকারী। এতে এক পুলিশ কর্মকর্তা ও তিন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও দুজন।
সোমবার স্থানীয় পুলিশ প্রধান পল উইলিয়ামস জানান, রোববার রাতে স্প্রিংফিল্ড শহরের একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটে। পেট্রল স্টেশন ও দোকানে হামলা চালায় বন্দুকধারী।
তিনি আরও জানান, পরে বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, নিজের বন্দুকের গুলিতেই সে মারা গেছে
তাৎক্ষণিকভাবে ওই হামলাকারীর পরিচয় জানা যায়নি। কি কারণে সে এ হামলা চালিয়েছে সেটিও অজ্ঞাত। তবে ঘটনার তদন্ত শুরু করেছে মিসৌরি অঙ্গহরাজ্যের পুলিশ।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar