
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের সার্ফসাইড এলাকায় ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ১২ দিন পর এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। এখন পযর্ন্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকাজ অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা। তবে মিয়ামি উপকূলের দিকে ধেয়ে আসা মৌসুমি ঝড় ‘এলসা’র আঘাতে উদ্ধারকাজ ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড় এলসা নিয়ে শঙ্কার কথা জানিয়ে মিয়ামি-ডাড শহরের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, এরই মধ্যে আবহাওয়া প্রতিকূল হয়ে পড়েছে। এ কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। আবহাওয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে ঝোড়ো বাতাসের কারণে ধ্বংসাবশেষ সরাতে বড় ক্রেনগুলোর সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট।
তবে, দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ক্রান্তীয় ঝড় এলসা আসার আগেই ভেঙে ফেলা হয়েছে। রোববার রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে মায়ামি এলাকার সার্ফসাইড শহরের ১২তলা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ অ্যাপার্টমেন্ট ভবনের বাকি অংশটি গুড়িয়ে দেওয়া হয়।
Posted ১:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar