অনলাইন ডেস্ক | ০৩ আগস্ট ২০১৭ | ৪:২৪ অপরাহ্ণ
যুবলীগ বগুড়া শহর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকারকে বহিষ্কার ও রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহানুর রহমান রয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগ বগুড়া শহর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকার অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এ অভিযোগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নজরে আসায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।
আব্দুল মতিন সরকার অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ১ আগস্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে বগুড়া শহর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বুধবার (০২/০৮/২০১৭) রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রাহানুর রহমান রয়েলকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।