ডেস্ক | ১৫ জুলাই ২০১৮ | ১০:০৮ পূর্বাহ্ণ
জন্মেরই পরই তিনি দেখেছেন পৃথিবীর কুৎসিত, বিভৎস রূপ। শৈশবে, তার চোখের সামনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি-ঘর; পুড়ে মারা গেলেন দাদা; পুরো পরিবার উদ্বাস্তু; অসহায় জীবন…..। কৈশোর কেটেছে শরণার্থী শিবিরে। এরপর, যুদ্ধবিধ্বস্ত দেশ।
এক যুদ্ধ শেষ হলেও আরেকটি যুদ্ধ চলতেই থাকে- জীবনযুদ্ধ, বেঁচে থাকার লড়াই। এত সব সমস্যার জঞ্জাল উজিয়ে মনের ভেতর উঁকি দিত স্বপ্ন। তাই সময় পেলেই সঙ্গী হতো ফুটবল- ধ্যানে, জ্ঞানে এটিই যে তার স-ব। পেশাদার ক্লাব কর্তৃপক্ষ শুরুতেই তার হ্যাংলা, রোগাটে শরীর দেখে আগ্রহ হারিয়ে ফেলত। তাতেও দমে যায়নি কিশোর। অদম্য আগ্রহ, সাহস, দৃঢ়তা আর অধ্যবসায় দিয়ে এক সময় সে ঠিকই মাড়িয়ে গেছে সকল প্রতিককূলতা। এখন, বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার প্রসঙ্গ ওঠে এলে তালিকার শীর্ষে চলে আসে তার নামটি।
লুকা মদরিচ।
এই রিয়েল ফাইটারকে যোদ্ধা হিসেবে নিজ শিবিরে টেনে নিয়েছে কাব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ ফুটবলেও মদরিচ-দাপট দেখছে বিশ্ব। তার নেতৃত্বেই ইতিহাসে প্রথম ফাইনালে ওঠেছে ক্রোয়েশিয়া। ছয় ম্যাচের মধ্যে তিনটিরই ম্যান অব দ্য ম্যাচ লুকা মদরিচ।
ইতিহাস গড়া ক্রোয়েশিয়ার সামনে আজ আরেক নতুন ইতিহাস গড়ে তোলার হাতছানি। সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার পথে শক্ত দেয়ালটির নাম ফ্রান্স। এ যুদ্ধে নেতৃত্ব দেবেন মদরিচ।
শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ হাতছাড়া হয়ে যায়? সেরা খেলোয়ার হিসেবে গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে থেকেও যদি ছিটকে যান? তবে? তবু এই বিশ্বকাপের সেরা খেলোয়ার মদরিচ।