
ডেস্ক | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
শাকিব খান জানান, ‘এখন তাঁর ধ্যান-জ্ঞান হলো ফিল্মি ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার।’ তিনি বলেন,‘ আমার পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না। এমন মেয়েকে বিয়ে করব যে হবে পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারা দিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরব তখন আমার স্ত্রী আমার হান্ড্রেড পার্সেন্ট টেককেয়ার করবে, আমার সঙ্গে গল্প করে সব ক্লান্তি দূর করে দেবে। পৃথিবীতে মানুষ আসে দুই দিনের জন্য, সে যদি পূর্ণ শান্তি নিয়ে ফিরে যেতে না পারে তাহলে তার জন্মই বৃথা।’
শাকিবের কাছে বুবলী প্রসঙ্গে প্রশ্ন করা হয়, ‘এক প্রযোজক বলেছেন আপনি নাকি আমেরিকা যাওয়ার জন্য বুবলীকে ২২ হাজার ডলার দিয়েছেন?’ শাকিব তেলে-বেগুনে জ্বলে ওঠে বলেন, ‘আরে ভাই আমিও শুনছি, অমুক প্রযোজক বলেছেন, আরে সেই প্রযোজকটা কে? আমি কি তাকে দিয়ে টাকাটা দিয়েছিলাম, নাকি টাকা দেওয়ার সময় সে সেখানে উপস্থিত ছিল? তাহলে তাকে বলব, ‘প্রমাণ দেখাও, না হলে মিথ্যা রটনার অপরাধে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ মিডিয়াকে বলব, ‘অসুস্থ মাদকাসক্ত কোনো মানুষের কথা শুনে দয়া করে একতরফা সংবাদ পরিবেশন করবেন না।’
শাকিবের কাছে জানতে চাইলাম, ‘বিয়েটা কবে করছেন?’ এবার মুচকি হেসে বললেন, ‘আর দেরি করব না, তাড়াতাড়িই শুভ কাজটা সেরে ফেলতে চাই, সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা যাবে না। দেখছেন না আমি বিয়ে করতে যাচ্ছি এই খবরটা অনেকের কানে পৌঁছে যাওয়ায় আমার বিয়ের ভাঙানি দিতে বুবলীকে ঘিরে নতুন গল্প ফেঁদে বসেছে। আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি সুপারস্টার শাকিব খান, কোনো অপপ্রচার আমার স্টারডামকে থামাতে পারবে না। এসবকে আমি পাত্তাও দিই না। যখনই কোনো প্রতিকূল অবস্থায় পড়ি তখনই আমার মুরব্বি শ্রদ্ধেয় প্রয়াত নায়করাজ রাজ্জাক স্যারের একটি কথা স্মরণ করে নিজেকে শান্ত রাখি, তিনি আমাকে বলেছিলেন, ‘দেখো শাকিব, যতদিন তোমাকে ঘিরে প্রপাগান্ডা চলবে তুমি বুঝবে তোমার স্টারডাম আছে। মূল্যহীনদের নিয়ে কেউ রূপকথার গল্পের ঝুলি খোলে না।’ রাজ্জাক স্যারের কথাই আমার চলার পথের পাথেয়।’
Posted ৬:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar