অনলাইন ডেস্ক | ১৬ জুন ২০১৮ | ২:০৪ অপরাহ্ণ
প্রত্যেক বছরই ঘটা করে বলিউড বাদশা কিং খানের বাড়িতে ঈদ উদযাপন হয়। বছরের এই বিশেষ দিনটিকে তাদের প্রিয় শাহরুখকে ঈদের শুভেচ্ছা জানাতে ‘মান্নাত’-এ হাজির হন অগণিত ভক্ত।
বাদশাও বাড়ির টেরেস থেকে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান, সকলকে শুভেচ্ছা জানান। তার সঙ্গে থাকেন আদরের ছোট ছেলে আব্রাম খান। বিশেষ এই দিনটিতে সব সাংবাদিকদের মান্নাতে নিমন্ত্রণ করে খাওয়ান। থাকে এলাহি বন্দোবস্ত। তবে এবার আর তেমনটা হচ্ছে না। মান্নাতে এবার কোনও ‘ঈদ’-এর সেলিব্রেশন হচ্ছে না।
এই মুহূর্তে আগামী ছবি ‘জিরো’-র শ্যুটিংয়ে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে রয়েছেন শাহরুখ। তাই এবারটা আর কোনও কিছুই হচ্ছে না। সমস্ত বাদশার সমস্ত রকম ঈদ-এর সেলিব্রেশন থেকে বঞ্চিত থাকছে মান্নাত ও তার ভক্তরা। প্রসঙ্গত, ইতিমধ্যেই ঈদ উপলক্ষে প্রকাশ্যে এসেছে ‘জিরো’র টিজার যেখানে আর এসআরকে-র সঙ্গে দেখা গেছে বলিউডের ভাইজানকেও।