অনলাইন ডেস্ক | ৩০ জানুয়ারি ২০১৮ | ৮:৪৫ অপরাহ্ণ
গত ২৭ জানুয়ারি প্রথমবার নিলামে অবিক্রিত থেকে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ভিত্তি মুল্য ছিল ২ কোটি রুপি। এই মূল্যে কেউই তাকে কিনার আগ্রহ প্রকাশ করেনি। গতকাল নিলামের দ্বিতীয় দিনে তাকে আরেকবার নিলামে তোলা হয়। এবারও আগ্রহ দেখায়নি কোন দল।
তবে শেষ পর্যন্ত কপাল খুলেছে গেইলের। নিলামে শেষ মুহুর্তে তৃতীয়বারে তাকে কিনে নিয়েছে প্রীতি জিনতার কিংস ইলিভেন পাঞ্জাব। ২ কোটি তাকে দলে নিয়েছে পাঞ্জাব। এ আসরের নিলামের তাকে তাকে ছেড়ে দেয় তার সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ব্যাটিং দানবকে এ আসরে কিনে নেই প্রীতি জিনতার কিংস ইলিভেন পাঞ্জাব। তবে প্রীতি জিনতার দলে গেইলকে কিনে নেওয়ার রহস্য ফাঁস করলেন সেহবাগ!
তাকে কেনার রহস্য ফাঁস করলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ। তিনি বলেন, ‘ইউনিভার্স বস গেইলের ব্র্যান্ড ভ্যালু বেশি। এই কারণে গেইলের পিছনে টিম ২ কোটি রুপি খরচ করে। এটা মার্কেটিং স্ট্র্যাটেজিরই অঙ্গ ছিল। ‘
তিনি আরও বলেন, ‘আইপিএলে কিংস ইলেভেনের হয়ে খুব বেশি ম্যাচ খেলবে না গেইল। এই কারণেই গেইলকে ব্যাক আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। ‘