আজকের অগ্রবাণী ডেস্ক | ০৭ আগস্ট ২০১৭ | ১০:১৪ পূর্বাহ্ণ
নেইমার প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন- এ গুঞ্জন যখন তুঙ্গে, তখন থেকেই ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিডের বিকল্পের খোঁজে নেমে পড়ে বার্সেলোনা। যদিও সে সময় মনের কোণে ‘নেইমার হয়তো থেকে যাবেন’ বলে ক্ষীণ আশাও ছিল। তাই বিকল্প খোঁজার প্রচেষ্টা তেমন জোরালো ছিল না। শেষ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা।
রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী নেইমার। এরপর বাধ্য হয়েই নেইমারের খুঁজতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। কে হতে পারেন নেইমারের যোগ্য বিকল্প? পাওলো দিবালা, মেসুত ওজিল, ওসমানে দেম্বেলে, ফিলিপ্পে কুতিনহো, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়া, ইডেন হ্যাজার্ড- বার্সার রাডারে রয়েছে এমন অনেক নামই।
তবে সবার উপরে আছে মেসির জাতীয় দল সতীর্থ পাওলো দিবালার নাম। নেইমার পাকাপাকিভাবে বার্সা ছাড়ার পর নতুন পার্টনার হিসেবে স্বদেশীকেই চাচ্ছেন মেসি। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন! এমনই খবর প্রকাশ করেছে ইতালির গণমাধ্যম। তাদের দাবি, দিবালাকে দলে পেতে ১২০ মিলিয়ন ডলারের দরও ওঠাতে পারে বার্সেলোনা। যদিও দিবালাকে কোনা মূল্যেই ছাড়তে নারাজ জুভরা।
ইতালিয়ান পত্রিকা ‘কোরিয়ারি ডেল স্পোর্ট’ এক প্রতিবেদনে দিবালার প্রতি মেসির প্রবল আগ্রহের কথা জানিয়েছে। পত্রিকাটি তাদের ফ্রন্ট পেজে মেসি ও দিবালার গলা ধরাধরি একটি ছবির নিচে শিরোনাম করেছে, ‘ওয়াল অ্যারাউন্ড দিবালা’। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে, দিবালাকে ধরে রাখতে সম্ভব্য সবকিছু করবে জুভেন্টাস। তবে কাজটা যে কঠিন হবে সেটাও উল্লেখ করেছে তারা।
গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে উড়িয়ে ফাইনালে উঠেছিল জুভেন্টাস। তুরিনের প্রথম লেগের ম্যাচে এই ‘নতুন মেসির’ কাছেই বিধ্বস্ত হয়েছিল বার্সা। সেই থেকেই দিবালাকে পাখির চোখ করেছে কাতালানরা। নেইমার চলে যাওয়ার পর তাদের আগ্রহের বেগ আরও বেড়েছে। ২৩ বছর বয়সী দিবালা জুভেন্টাসের জার্সি গায়ে ৯৪ ম্যাচে ৪২ গোল করেছেন। এবছর সিরি আ ও ইতালিয়ান কাপও জিতেছে জুভেন্টাস।