অনলাইন ডেস্ক | ৩১ আগস্ট ২০১৭ | ১২:১২ পূর্বাহ্ণ
২৫টি পাসওয়ার্ড। কোনওটায় শুধু সংখ্যা। কোথাও আবার সংখ্যার সঙ্গে অক্ষর। কিন্তু, এই ২৫টি পাসওয়ার্ডই হ্যাক করা সবচেয়ে সোজা। নিরাপত্তা সংস্থা ‘কিপার’-এর এক রিপোর্টে দাবি এমনই।
২০১৬ সালে বহু পাসওয়ার্ড হ্যাকিং-এর ঘটনা ঘটে। সেই অভিযোগগুলি নিয়েই গবেষণা করার পরই চলতি বছরে এই রিপোর্ট পেশ করেছে ‘কিপার’। তাতে সাম্প্রতিক হ্যাকিং-এর পাশাপাশি বহু পুরোনো হ্যাকিং সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে। যেমন লিঙ্কডিন-এ আগে হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে জানানো হয়েছে রিপোর্টে।
সেই রিপোর্ট অনুযায়ী, সাইবার দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হল 123456। ১ কোটি হ্যাক হওয়ার অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় এই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হল – 123456789। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে এক মিনিটের থেকেও কম সময় লাগে হ্যাকারদের। এই ধরনের অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ইউজারদের দিকেই বল ঠেলে দিয়েছেন তাঁরা।
দুর্বল পাসওয়ার্ডের তালিকায় আরও রয়েছে। ‘কিপার’ এর রিপোর্টে প্রকাশিত এই তালিকাই জায়গা করে নিয়েছে ‘দ্য রেজিস্টার’ এর এক প্রতিবেদনে। যা থেকে জানা যাচ্ছে, হ্যাক হওয়া ২৫টি দুর্বল পাসওয়ার্ড। রিপোর্টে সতর্কতা, এই পাসওয়ার্ড ব্যবহার করলে, তা অবিলম্বে বদলানো উচিত।
দেখে নিন তালিকা-