অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০১৮ | ৯:১০ অপরাহ্ণ
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের উন্নাও জেলায় তিন যুবক মিলে এক নারীকে যৌন হেনস্তা করেছেন। আর সেই ভিডিও ধারণ করেছেন তাদের আরেক সঙ্গী। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, এক নারীকে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে তিন যুবক। এক পর্যায়ে নারীটি চিৎকার করে বলছিল, ‘ভাইয়া এমন করো না (ভাইয়া মত করো)’। জবাবে তারা ওই নারীকে মারধর করে এবং তাদের মধ্যে একজন হুমকি দেয়, ‘ভিডিও ভাইরাল করে দেবো (ভিডিও ভাইরাল কার দেংগে)’।
এনডিটিভির খবরে জানানো হয়, এ ঘটনায় রাহুল ও আকাশ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে উন্নাও জেলার পুলিশ কর্মকর্তা অনুপ সিং জানান, উন্নাও জেলায় তিনজন পুরুষ মিলে এক নারীকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং এমন একটি ভিডিও তাদের নজরে এসেছে। তারা ভিডিওটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। অভিযুক্তদের চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।