
| শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
রংপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় তেষ্টা পেলে শিশুটি পাশের বাড়িতে গেলে পাশের সেরুডাঙা খামার গ্রামের দুলু মিয়া (৪৫) পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভয়ে চিৎকার দিলে অন্য শিশুরা দৌড়ে আসে। দুলু মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, মামলার একমাত্র আসামিকে ধরতে বিভিন্নস্থানে অভিযান চলছে।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar