আফরোজা হীরা | ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৯:১৬ অপরাহ্ণ
শরৎ এসেছে দ্বারে,
কাশফুল আর মেঘের ভেলা ছেড়ে
নগ্ন পায়ে আলতা পরে, রক্তমাখা রঙ্গিন শরৎ
দুয়ার খোলো ভাই।
শিউলির মত শুভ্র মুখ, বোটার মত নগ্ন বুক
ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে হায় !
শাঁখারী কোথায় ? শাঁখ বাজা রে..
গঙ্গায় নয়, নৌকো চড়ে, নাফ নদীতে মা ভেসেছে
এটাই হল পূজো দেবার পূর্ণ-তিথি
এক মুহুর্ত বিলম্ব নয়,
খোলরে দুয়ার ভাই।
ভিটে-মাটি-দেশ সবই ফেলে পিঁপড়ের মতো দলে দলে-
কাশের মত হেলেদুলে, সীমান্ত পথে শরৎ চলে।
ক্ষুধার্থ-পেট, শীর্ণ-দেহ, রক্তিম-আঁখি, গায়ে ধূলো
রিফ্যূজি, রোহিঙ্গা, মুসলিম ওদের যা’ই বলো
মানুষ ওঁরা,
কাঁটাতারের বিভেদ খোলো।
প্রশ্ন এখন জীবন মরণ, দ্বার খুলে দে ভাই।
মক্কায় যাবার সাধ ছিল কার ?
লাব্বাইক ধ্বণী তোলরে এবার- লাব্বাইক ধ্বণী তোল,
আয় সবে আয় পাথর মেরে চূর্ণ করি-
ভন্ড সাধুর বোল।
জয়-বাংলা ধ্বনি কন্ঠে তুলি, আবার তোরা জাগ বাঙ্গালী
সময় হল, খোলরে এবার বিবেকের দুয়ার খোল।
নগ্ন-পায়ের মানুষ দ্বারে, খোলরে দুয়ার খোল।