অগ্রবাণী ডেস্ক: | ১৩ মার্চ ২০১৭ | ৩:৫৭ অপরাহ্ণ
ছোটবেলায় লাড্ডুর প্রতি নাকি ভীষণ দুর্বলতা ছিল বলিউড অভিনেতা রণবীর কাপুরের। তার মা নীতি কাপুর নিজেই এ তথ্য ফাঁস করেছেন।
ভক্তদের হোলির শুভেচ্ছা জানাতে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন নীতু। হোলির দিনে আরকে স্টুডিওতে তোলা সেই ছবিতে নীতু জড়িয়ে ধরে আছেন ছোট্টবেলার রণবীরকে। সঙ্গে আছেন রণবীরের বোন রিদিমা কাপুর।
রিদিমা হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিলেও রণবীরের সেদিকে খেয়াল নেই। তার হাতে ধরা একটি লাড্ডু। সেই লাড্ডুর দিকেই লোভী চোখে তাকিয়ে আছেন তিনি। মনে হচ্ছে, ছবি তোলা শেষ হলেই বাঁচেন। তারপর সাধের লাড্ডুটা খাওয়ার সুযোগ হবে।
নীতু লিখেছেন, ‘সবার হোলি আনন্দময় ও নিরাপদ হোক। ‘ মজা করে আরও লিখেছেন, ‘রণবীর সবসময় লাড্ডুর প্রতি দুর্বল ছিল। ‘
-এলএস