
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
চট্টগ্রামে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ডিউক মন্ডল নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে নগরের ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোবাইলটিও।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ মহসীন। এর আগে, মঙ্গলবার রাতে বন্দর থানার নিউমুরিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ডিউক মন্ডল বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিধুরান মণ্ডলের ছেলে।
ওসি বলেন, নিজেকে উবারের রাইডার পরিচয় দিয়ে মোটরসাইকেলে রাইড শেয়ার করেন ডিউক। সোমবার যাত্রী হিসেবে তার মোটরসাইকেলে ওঠেন চিন্ময় সাহা। গন্তব্য আগ্রাবাদ সিডিএ এক নম্বর এলাকায় পৌঁছার পর ফোন করবেন বলে যাত্রী চিন্ময়ের মোবাইলটি চেয়ে নেন ডিউক।
ওই সময় ভাড়ার টাকা দিতে চিন্ময় মানিব্যাগে হাত দিতেই মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন ডিউক। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক চিন্ময় গাড়ির পেছন থেকে ধরে ফেললেও টেনে হিঁচড়ে পালিয়ে যান ডিউক। এতে চিন্ময় কিছুটা আঘাতপ্রাপ্তও হন। পরে অভিযোগ পেয়ে ডিউককে আটকের পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়।
এদিকে, বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Posted ১১:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar