অনলাইন ডেস্ক | ১০ অক্টোবর ২০১৭ | ১২:১২ পূর্বাহ্ণ
রাম রহিম সিংয়ের গ্রেপ্তারের পর হানিপ্রীতকেও পাকড়াও করেছে পুলিশ। যদিও, গুরমিতের ‘দত্তক কন্যা’ হানিপ্রীত দাবি করেছেন, রাম রহিম সিং একদিন ‘নির্দোষ’ প্রমাণিত হবেন। আর এসবের মাঝেই এবার রাম রহিম সিং এবং হানিপ্রীতকে নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত।
টেলিভিশনের ‘ড্রামা কুইন’-এর দাবি, ডেরা প্রধানের নজর নাকি তাঁর উপর ছিল। কিন্তু, হানিপ্রীত তাঁর সঙ্গে ভুল কিছু হতে দেননি। রাখির দাবি, গুরমিত যদি সম্পর্কের জন্য জোর জবরদস্তি করতেন, তাহলে সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার হয়ে যেত। এবং বিষয়টি নিয়ে হইচই হতে পারে, সেই আশঙ্কা থেকেই তাঁর সঙ্গে খারাপ কোনো ব্যবহার রাম রহিম সিং করতে পারেননি বলেও দাবি করেছেন রাখি সাওয়ান্ত।
প্রসঙ্গত, রাম রহিম সিং এবং হানিপ্রীতের উপর সিনেমা তৈরির জন্য রাখি সাওয়ান্ত শুটিংও শুরু করে দিয়েছিলেন। পরে ডেরা প্রধান গ্রেপ্তার হওয়ার পর ওই সিনেমার শুটিং পিছিয়ে যায়। আর এবার হানিপ্রীতের গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত।