অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০১৭ | ১০:১৮ পূর্বাহ্ণ
রাজধানীর খিলগাঁওয়ে মেহেরুন্নেসা মেঘলা নামে জেএসসির এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর বাবার নাম আবদুল মালেক। তারা খিলগাঁও তিলপাপাড়ায় ছয়তলা ভবনের পাঁচতলায় থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল মেঘলা। বাসা থেকে মেঘলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। পরে চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবার।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মেঘলাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে তাকে মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।