অগ্রবাণী ডেস্ক | ১৩ জুন ২০১৭ | ৭:৩৩ অপরাহ্ণ
বোনের বাসায় ইফতারের দাওয়াতে যাওয়া হলো না গৃহবধূ রিনা বেগমের (৩০)। পথিমধ্যে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হলো তার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ বিনা ময়নাতদন্তে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।
ঢাকা রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, রিনা বেগম মঙ্গলবার দুপুরে দক্ষিণখান মজিবুর রহমান খান মার্কেট এলাকার বাসা থেকে অটোরিকশাযোগে উত্তরার ৯ নং সেক্টরে বোনের বাসায় ইফতারের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর পৌনে দুইটায় কোটবাড়ি রেলগেট অতিক্রম করার সময় গলার ওড়না অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত রিনা বেগম নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রতন মিয়ার স্ত্রী। তার স্বামী পেশায় রাজমিস্ত্রী।