অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০১৭ | ১:৪৪ অপরাহ্ণ
রাজধানীর আদাবরে মশিউর রহমান মশু নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মশিউর আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে এ ছাত্রলীগ নেতাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায় হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন মশিউর। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। হামলাকারী কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।