
ডেস্ক | শুক্রবার, ১৯ জুন ২০২০ | প্রিন্ট
রাজধানীর ভাটারার চেয়ারম্যানবাড়ি এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে মদন মালাকার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ২/এ নম্বর সড়কের ৪৫ নম্বর ভবনের ছাদ থেকে তিনি পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের শ্যালক বিপ্লব মালাকার জানান, মদন মালাকার বুটিকের ব্যবসা করতেন। ভাটারায় তার নিজ বাড়ির ছাদে বাগান রয়েছে। দুপুরে তিনি ছাদে ওঠার পরপরই কোনোভাবে সেখান থেকে পড়ে যান। শব্দ পেয়ে নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar