
ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৪ জুলাই ২০২২ | প্রিন্ট
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে।
রোববার রাতে কারওয়ান বাজারের মাছ বাজারসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। মৃত যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও গেঞ্জি।
ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আশেপাশের লোকদের কাছ থেকে জানা গেছে, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। তা জানার চেষ্টা চলছে। সিআইড ক্রাইমসিন পরিচয় খুঁজতে ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এসআই আরো জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার দিকে ওই যুবক অনেকক্ষণ ধরে রেললাইনের উপর হাঁটছিল। পরে এক নারী তাকে রেললাইনের উপর থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। এতে তার দেহ ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই যুবকের মৃতদেহ বর্তমানে ঢাকা রেলওয়ে থানায় আছে। সোমবার মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar