অনলাইন ডেস্ক | ০৯ জুন ২০১৭ | ১১:০২ পূর্বাহ্ণ
রাজধানীর তুরাগের রানাভোলা বটতলা এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তিনজন হলো রেহেনা পারভিন (৩৫), বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে আরিফা (৯) ও ১১ মাসের ছেলে সাদ। তাদের বাবার নাম মোস্তফা কামাল।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা প্রথম আলোকে বলেন, মোস্তফা কামাল রাতে বাড়িতে ফিরে দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে এবং সন্তানদের লাশ খাটে শোয়া অবস্থায় আছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।