অগ্রবাণী ডেস্ক | ৩০ মার্চ ২০১৭ | ৩:৩০ অপরাহ্ণ
রাজধানীর স্বামীবাগে দুর্বৃত্তের গুলিতে জাকির হোসেন (৩০) নামে এক পিতল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জাকির স্বামীবাগ মুন্সিরটেক ১৯/২এর এ নম্বর এলাকার এনাদুল হকের ছেলে। ওই এলাকায় বাসার সামনে জাকির এন্টারপ্রাইজ নামে একটি পিতলের দোকান রয়েছে তার।
এনাদুল হক বলেন, সকাল থেকে দোকানেই ছিল জাকির। দুপুরের দিকে মুখোশধারী চার যুবক এসে জাকিরের উপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে বেলা ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |