অনলাইন ডেস্ক | ০৫ আগস্ট ২০১৭ | ২:৫৫ অপরাহ্ণ
রাজধানীর রূপনগরের আরামবাগ এলাকা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে আরামবাগ এলাকার সি-ব্লকের ৭ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নারীর নাম বিভারানী শিকারী (৬৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভারানীর সঙ্গে তার স্বামী, ছেলে ও তার বউ খারাপ আচরণ করতো। এজন্য তিনি কিছুদিন আগে শরীয়তপুরে গ্রামের বাড়িতে চলে যান।পরে গেলো বৃহস্পতিবার ঢাকায় ফিরেন। এর একদিন পর শুক্রবার রাত ৮ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপনগর থানার ওসি জানান, অনেকদিন থেকেই স্বামী, ছেলে ও তার বৌ মিলে বিভা রানীকে অত্যাচার করতো।
তারা পারিবারিকভাবে এর কোনো সুরাহা করেনি। এখন ময়নাতদন্তের পরেই জানা যাবে তিনি নির্যাতনে মারা গেছেন, না পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে রূপনগর থানায় একটি ইউডি মামলা হয়েছে।