ডেস্ক | ১৫ জুলাই ২০১৮ | ১০:৪৩ পূর্বাহ্ণ
রাজধানীর পল্লবী থানা এলাকার বাওনীয়াবাদে নিজের ১৩ বছর বয়সী কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন পাশবিক যৌন নির্যাতন করেছে এক পাষন্ড পিতা। নির্যাতিতা মেয়ে ও তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে ১৪ জুলাই শনিবার সকালে কিশোরীর পিতা রিক্সাচালক আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
পল্লবী থানা সূত্র জানায়, পাশবিক যৌন নির্যাতিতা কিশোরীর মা গার্মেন্টস কর্মী। প্রায়ই তাকে নাইট শিফ্টে কাজ করতে হতো। বাসায় স্ত্রী না থাকার সুযোগে কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিনের পর দিন যৌন নির্যাতন করতেন। গত ২৮ রমজান মেয়েটি চেতনা ফিরে পায় ও পিতার কুকর্মে বাধা দেয় ও চিৎকার শুরু করে। ওই সময় পাষন্ড পিতা আলমগীর ছুরি দিয়ে ওই মেয়েটিকে হত্যার হুমকি দেয় ও পাশবিক নির্যাতন অব্যাহত রাখে। পিতার ভয়ে কিশোরী তার মাকেও বিষয়ে এত দিন জানাতে সাহস করেনি। পরবর্তীতে ১৩ জুলাই শুক্রবার রাতে আলমগীর ফের মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী তার মাকে পুরো ঘটনা জানিয়ে দেয়। পরে শনিবার সকালে পাশাবিক যৌন নির্যাতনের শিকার মেয়ে ও তার মা থানায় এসে অভিযোগ জানালে পুলিশ আলমগীরকে বাসা থেকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম জানান, নির্যাতিতা ও তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে ধর্ষক পিতা আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।