অনলাইন ডেস্ক | ০৫ আগস্ট ২০১৭ | ২:৫২ অপরাহ্ণ
রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় কদমতলীর ওয়াশা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান (৩২)।
জানা যায় শুক্রবার রাত ৮ টার দিকে কদমতলী থানার ওয়াসা পুকুরপার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে মাদক ব্যবসায়ী ইমরান। র্যাবও পাল্টা গুলি চালালে ইমরান গুলিবিদ্ধ হন। পরে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বুধু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, জালাল উদ্দিন ৫টি মামলার পলাতক আসামি। তিনি উপজেলার বাউতলা গ্রামের মৃত দারুমিয়ার ছেলে।