
| শুক্রবার, ০৬ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ধ্যাকালীন কোর্সের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সে (ইভিনিং প্রোগ্রাম) এমবিএ-এর শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।
শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে ২০ গজ দক্ষিণ পাশে মেইন রাস্তায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফয়সালের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও জানান, মোটরসাইকেলে থাকা কাগজপত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। এছাড়া ফয়সালের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়েছেন। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Posted ১১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar