অগ্রবাণী ডেস্ক | ৩০ মার্চ ২০১৭ | ৩:৩৭ অপরাহ্ণ
রাজধানীর কদমতলীর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত পলি রায়েরবাগ মদিনাবাগের মোশারফ হোসেনের স্ত্রী।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে বাসার পানির মটরের সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পলি। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।
-এলএস