
| শুক্রবার, ০৬ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজধানীর হাইকোর্ট এলাকায় মেট্রো রেলের কাজ করার সময় রড চাপা পড়ে আহত সবুজ ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সবুজ। থাকতেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে।
সবুজের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তারা একসাথেই মেট্রোরেলের কাজ করেন। আজ সকালে হাইকোর্ট এলাকায় রাস্তার উপরে রড বাঁধাই করছিলেন তারা। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের উপর পড়ে যায়। শফিকুল সঙ্গে সঙ্গে সরে আসতে পারলেও রডে সবুজের বুকে জোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Posted ৯:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar