অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৯:৪৫ অপরাহ্ণ
ঢাকার মোহাম্মদপুরে ১৩ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ঐশী (১১) নামে এক শিশু গৃহকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। তাকে ধাক্কা দিয়ে ফেলে কেউ হত্যা করেছে, না পা পিছলে পড়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ঐশীর মৃত্যুর ঘটনায় গৃহকর্তা শেখ মনিরুল করিমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই দেবাশীষ মোদক জানান, মোহ্ম্মদপুরের ১/১ শাহজাহান রোডের ১৩তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুটির মৃত্যুর খবর পান তিনি বিকাল ৪টার দিকে। ঘটনাস্থলে গিয়ে দোতলার সানশেডে লাশ পড়ে থাকতে দেখেন।
ভবনটির ছয়তলার মনিরুল করিমের বাড়িতে থাকতেন ঐশী। বাড়ির লোকজন পুলিশকে বলেছে, ছাদে রোদে দেওয়া কাপড় বিকালে আনতে গিয়েছিল শিশুটি।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, “তাকে কেউ ফেলে হত্যা করেছে, না কি ঘটনাটি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ বিষয়ে গৃহকর্তা মনিরুল করিমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ‘ব্যস্ত আছেন’ জানিয়ে টেলিফোনের লাইন কেটে দেন।
লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই দেবাশীষ।
-এলএস