
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে এসে দেখতে পাই একজন লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। তবে বন্দুকযুদ্ধের ঘটনা কীভাবে ঘটেছে সেটা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar