আজকের অগ্রবাণী ডেস্ক | ২২ আগস্ট ২০১৭ | ১০:৪৬ পূর্বাহ্ণ
ডিবি (উত্তর) বিভাগ কর্তৃক রাজধানীর পল্টন থানা এলাকা হইতে মানব পাচারকারী চক্রের ০২ (দুই) জন সদস্য গ্রেফতার। ।
রাজধানীর পল্টন থানা এলাকা হইতে মানব পাচারকারী চক্রের ০২ (দুই) জন সদস্যকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) এর একটি টিম অভিযান পরিচালনা করে পল্টন থানাস্থ আল নাহিম ম্যান পাওয়ার সার্ভিস লিমিটেড, ৬২/১ পুরান পল্টন লেইন, (৩য় তলা), থানা-পল্টন, ঢাকা হইতে তাদের গ্রেফতার করে।
সোমবার ২১ /০৮/১৭ খ্রিঃ আনুমানিক সন্ধ্যা ০৯. ০৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর একটি টিম ঘটনাস্থল হইতে ১। মোঃ মোস্তাফিজুর রহমান @ মোস্তফা (৫৩) ২। মোঃ ইব্রাহীম শেখ (৪০) দ¦য়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা মোঃ আমির হোসেন এর মামা মোঃ জাকির হোসেন এবং তার নাতী মোঃ সোহাগ হালদারদের বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে মোট ৬,১০,০০০/-(ছয় লক্ষ দশ হাজার) টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে মোঃ জাকির হোসেন এবং মোঃ সোহাগ হালদারদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ইরাকে পাঠিয়ে দেয়। তাহারা ইরাকে পৌছানোর পর মোস্তফার লোকজন তাদের হেফাজতে নিয়া তাদের অসহায়ত্বকে কাজে লাগাইয়া বিভিন্ন সময় শারিরীক নির্যাতন করিতে থাকে এবং ফোনে তাদের মারপিট করার কন্ঠ শুনাইয়া মোঃ আমির হোসেন এর নিকট পূনরায় ৬,০০,০০০/-(ছয় লক্ষ)টাকা দাবি করে। উক্ত আসামীগন তাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গ্রামের অশিক্ষিত/অর্ধশিক্ষিত লোকদের প্রলোভন দেখাইয়া বিভিন্ন দেশে, বিভিন্ন সময় অবৈধ ভাবে মানব পাচার করে।
ডিসি, ডিবি (উত্তর) জনাব শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায়; এডিসি, ডিবি (উত্তর) জনাব মোঃ শাহজাহান মিয়া পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার, ডিবি (উত্তর) জনাব মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় তারা মানব পাচার ব্যবসার সাথে জড়িত।এ ব্যপারে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে।