অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৯:৫২ অপরাহ্ণ
রাজধানীর ভাটারা থানা এলাকায় জোয়ার সাহারা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার বিকাল ৫টার পর নাসা গ্রুপের প্রতিষ্ঠান কিমিয়া গামেন্টসের কর্মীরা সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে বলে ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন জানিয়েছেন।
ওসি বলেন, সোমবার ওই তৈরি পোশাক কারখানাটি মালিকপক্ষ বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।বকেয়া পাওনা পরিশোধসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা সন্ধ্যার আগে হঠাৎ রাস্তায় অবস্থান নেয়।
শ্রমিকদের বুঝিয়ে রাস্তা খালি করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, “মালিকপক্ষ সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা দ্রুত এবং সর্বশেষ বিধি মোতাবেক পরিশোধের দাবি করছে।”
এদিকে অবরোধের কারণে রাস্তার দুপাশেই যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। দু’পাশে আটকা পড়েছে কয়েক’শ গাড়ি।
-এলএস