অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ১:২৩ অপরাহ্ণ
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি মেস থেকে শনিবার রাতে মতিউর রহমান (৫৪) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, মতিউর রহমান নিরাপত্তাকর্মী হিসেবে রাজধানীর একটি এলাকায় চাকরি করতেন। তিনি কালাচাঁদপুর এলাকায় একটি মেসে থাকতেন।
এসআই আরো জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।