অনলাইন ডেস্ক | ২৫ মে ২০১৭ | ১০:১৬ পূর্বাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ সদৃশ বস্তু ও একটি অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১০। বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সাপের বিষ সদৃশ বস্তুর চারটি কৌটা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটিতে লিকুইড ও একটিতে পাউডার রয়েছে। এ সময় তাদের একজনের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নি।