
পদ্মা ডেস্ক | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।
এর আগে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা যান। বাকি দু’জনের একজন করোনা পজিটিভ এবং একজন নেগেটিভ হয়ে মারা যান।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৯৫ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৬১৬ টি নমুনা পরীক্ষায় ২১০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৩৮ নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২১ দশমিক শূন্য ৫ শতাংশ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar