অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০১৭ | ৯:৪৩ পূর্বাহ্ণ
সাভারে একটি বিনোদন পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ নারীসহ ২৭ জনকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার “তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড” নামের ওই পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বিরুলিয়ার তুরাগ রিক্রিয়েশন পার্কের ভেতরে থাকা কটেজে অসামাজিক কার্যকলাপ চলে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় ঘটনার সত্যতা পাওয়া যায়। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পার্কটি থেকে ১৪ নারীসহ মোট ২৭ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃদের বিরুদ্ধে মামলা দাযেরের পর আদালতে প্রেরণ করা হবে। আটকদের মধ্যে পার্কের কয়েকজন কেয়ারটেকারও রয়েছেন। পার্কটির মালিক হাবিবুর রহমান রহমান নামের এক ব্যক্তি।